বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকে দেশে এক নাগাড়ে বেড়েই চলেছে জ্বালানির দাম। মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এবার উৎসবের মরশুম শুরুর আগে আরও মহার্ঘ হল পেট্রোল-ডিজেল। মহালয়ার আগের দিন অর্থাৎ মঙ্গলবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম।
প্রসঙ্গত, পাঁচ রাজ্যের ভোটের পর পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল। দেশের অধিকাংশ শহরেই এখন পেট্রোল বিকোচ্ছে একশো টাকার উপরে। খুব পিছিয়ে নেই ডিজেলও। গোদের ওপর বিষফোঁড়ার মতো বুধবার থেকে ফের দাম বাড়া শুরু হয়েছে জ্বালানির।
সর্বভারতীয় তেল সংস্থাগুলির ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় লিটার পিছু ২৯ পয়সা বেড়েছে পেট্রলের দাম। আর ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৩০ পয়সা। আর এর ফলে এদিন কলকাতায় এক লিটার পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৩ টাকা ৩৬ পয়সা। আর ডিজেলের নতুন দাম লিটারে ৯৪ টাকা ১৭ পয়সা।
এছাড়া রাজধানী দিল্লীতে পেট্রোলের দাম লিটারপিছু ১০২ টাকা ৬৪ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯১.০৭ টাকা। একইভাবে মুম্বইয়েও জ্বালানির দাম আকাশছোঁয়া। দেশের বাণিজ্যনগরীতে এক লিটার পেট্রলের দাম ১০৮.৬৭ টাকা। ডিজেলের দামও সেখানে ১০০ ছুঁই ছুঁই। এক লিটার ডিজেল বিকোচ্ছে ৯৮.৮০ টাকায়। লাগাতার এইভাবে জ্বালানির দাম বেড়ে চলায় মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।