‘দেশ শাসন করছেন একজন মা, মাতৃশক্তিই ধ্বংস করবে সকল অশুভ শক্তিকে’- এমনটাই দাবী করলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হতেই, তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এমন মন্তব্যই করলেন পড়শি রাজ্যের বিজেপি বিধায়ক। যার ফলে রাজনৈতিক মহলে তাঁকে নিয়ে জল্পনা আরও বেড়ে গেল।
বাংলার পাশাপাশি ভারত জয়ের স্বপ্নে বিভোর তৃণমূল শিবির। সেই মর্মে পড়শি রাজ্য ত্রিপুরায় নিজেদের মাটি শক্ত করতে আদা জল খেয়ে পড়ে আছে সবুজ শিবিরের রাঘব বোয়ালরা। এরই মধ্যে শোনা যাচ্ছে, ত্রিপুরার বেশকিছু বিজেপি নেতৃত্বরা নাকি তৃণমূলে নাম লেখানোর জন্য পা বাড়িয়ে রয়েছেন। এবার সেই তালিকায় নাম উঠল বিজেপি বিধায়ক আশিস দাসের।
মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেন। এখনও অবধি আমরা দেশে কোন বাঙালী প্রধানমন্ত্রী পাইনি। আমি চাই- দেশ শাসন করছেন একজন মা, মাতৃশক্তিই ধ্বংস করবে সকল অশুভ শক্তিকে’।
মুখ্যমন্ত্রীর প্রশংসা করার পর বিজেপির বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘একনায়কতন্ত্র চলছে গুজরাত, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো সকল বিজেপি শাসিত রাজ্যগুলোতে। একই পরিস্থিতি দেখা যাচ্ছে ত্রিপুরাতেও। দেশের সম্পদ বিক্রি করা হচ্ছে বেসরকারি সংস্থার কাছে’।
সম্প্রতি তাঁকে ঘিরে তৃণমূলে যোগদানের একটা জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। তবে এবিষয়ে কোন মন্তব্য না করতে চাইলেও, মঙ্গলবার কালীঘাটে কিছু আচার-অনুষ্ঠান পালন করে তৃণমূলে যোগদানের বিষয়ে স্পষ্ট ভাবে তিনি কিছু জানাবেন বলে জানা গিয়েছে।
এই জল্পনা কল্পনার মাঝেই সোমবার আশিস দাস বলেন, ‘উপনির্বাচনে জয় ছিনিয়ে নেওয়ার পর, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিরোধী মুখ হয়ে ওঠার রাস্তা আরও পরিস্কার হয়ে গেল।