রেকর্ড ভোটে ভবানীপুর উপনির্বাচনে জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিপুল জয়ের আনন্দে মাতলেন আরামবাগে বন্যার জল প্লাবিত এলাকায় মানুষরাও। নৌকোর ওপর নাচ-গান, আবির খেলার মধ্য দিয়ে স্থানীয় এবং তৃণমূল সমর্থকরা বিজয়োৎসব পালন করেন। স্থানীয় তৃণমূল নেতা শেখ শাকিম জানান, “এই জয়টা ঐতিহাসিক। এই জয়কে বাংলার মানুষ এবং তৃণমূল সমর্থকরা জীবনে কোনও দিন ভুলতে পারবেন না। তাই বন্যার জলকে উপেক্ষা করে তাঁরা বন্যা প্লাবিত খানাকুলের জলেও মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক জয় উল্লাসে মেতে আছেন।”
তৃণমূল কর্মীরা জানান, বাংলায় তিনটি উপনির্বাচনে তিনটি আসনেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিপুল ভাবে জয়লাভ করেছে। তার মধ্যে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নির্বাচন কেন্দ্রে মুখ্যমন্ত্রী নিজেরই বিগত রেকর্ডকে ভেঙে বিপুল ভাবে জয় লাভ করলেন। তাঁরা এও জানান, মহামারী করোনা থেকে শুরু করে প্রতিটি বিপদে তাঁদের পাশে থেকেছেন মমতা।
শেখ শাকিম আরও জানান, “শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরেজমিনে আমাদের আরামবাগের বন্যা প্লাবিত চারটি বিধানসভা এলাকা আরামবাগ, খানাকুল, গোঘাট এবং পুড়শুড়া পরিদর্শন করে গিয়েছিলেন। এবং তাঁদের হালচালের খোঁজ নেন। এবং জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে যথাযথ নির্দেশ দিয়েছেন। তিনি সব সময় আমাদের পাশে আছেন। সেই বার্তা ফের শনিবার তিনি দিয়েছেন।” তিনি এও জানান, আশা-আকাঙ্ক্ষা রেখে আরামবাগের মানুষ বিজেপিকে চারটি বিধানসভা কেন্দ্র বিগত বিধানসভা নির্বাচনে উপহার দিয়েছিল। কিন্তু এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গেরুয়া-বিধায়কদের দেখা মেলেনি।