ভবানীপুরের রেকর্ড জয়ের পর সোমবার শীতলা মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী। সোমবার পুজো দেওয়ার পরেই পায়ে হেঁটে হরিশ মুখার্জি রোডের গুরুদ্বারেযান মমতা তিনি। সেখানে সকলের সঙ্গে প্রার্থনা করেন তিনি।
উল্লেখ্য, শনিবার ভবানীপুর উপ-নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ওই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করে হ্যাটট্রিক করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের পর তিনি বলেছিলেন, ‘কোনও ওয়ার্ড থেকে হারিনি। এটা দেখে খুবই ভালো লেগেছে।’
লখিমপুরে কৃষকমৃত্যুর ঘটনা নিয়ে এদিন যোগী সরকারকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘লখিমপুরের ঘটনা দুর্ভাগ্যজনক। ডেপুটি হোম মিনিস্টারের ছেলে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। কোথাও গুলি চালিয়ে মেরে দেওয়া হচ্ছে। কোথাও গাড়ি চাপা দিয়ে। আর তারপর ১৪৪ ধারা জারি করে দিচ্ছে। সোমবার তৃণমূলের তরফ থেকে চার সদস্যের দল গিয়েছেন সেখানে। যার মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, আবির রঞ্জন বিশ্বাস এবং সুস্মিতা দেব। কিন্তু, ঢুকতে দেওয়া হচ্ছে না। ১৪৪ ধারা জারি করা হয়েছে’।