একুশের বিধানসভা ভোটের আগেই মহাসমারোহে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। গত ১২ই এপ্রিল টুইটে তিনি লিখেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন সোনার বাংলা গড়তে। তারপর নির্বাচনে ভরাডুবি হয় বিজেপির। হেরে রান তিনিও। ঠিক ৬ মাসের মাথায় সেই রাজীব বন্দ্যোপাধ্যায় টুইটারের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ের অভিনন্দন বার্তা জানালেন। তিনি লিখেছেন, “অভিনন্দন। এই বিরাট বিজয়ের জন্য।” উল্লেখ্য, যে রাজীব মমতার ছবি সঙ্গে নিয়ে দল ছেড়েছিলেন সেই রাজীবই ভোট বাজারে বিজেপির প্রার্থী হিসাবে বার বারই আওয়াজ তুলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে। ভোটে পরাজিত হওয়ার পরেও ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে বিজেপির মঞ্চেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু তারপর থেকেই কার্যত বিজেপির সঙ্গে দূরত্ব বৃদ্ধিতে যেন উঠে পড়ে লেগেছেন তিনি। উপনির্বাচনে মমতা জিতবেন, আগেই জানিয়েছিলেন রাজীব।
বিরাট জয়ের জন্য মমতাকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। টুইটের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান তিনি। বর্ষীয়ান বিজেপি নেতা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করেন না, তা টুইটে উল্লেখ করেছেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবেই তাঁকে শুভেচ্ছা জানান। টুইটের একেবারে শেষে তিনি লেখেন, “জো জিতা ওহি সিকন্দর।” শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অভিনেতা তথা বিজেপি জয় বন্দ্যোপাধ্যায়ের মুখে মমতার প্রশংসা। বিজেপির রাজ্য নেতৃত্বকে বিঁধেই জয় বলেন, “কোর্টে গিয়ে ভোটের লড়াই হয় না। নির্বাচন কমিশনে গিয়েও হয় না। ভোটটা ময়দানে লড়তে হবে।” জয়ের জন্য মমতাকে ধন্যবাদও জানান তিনি। বলেন, “এই জয়ের তুলনা নেই। আপনি অপ্রতিরোধ্য। আপনার হাত ধরে বাঙালির জয়, বাংলার জয় আসবেই।”