যোগীরাজ্যের লখিমপুরে বিজেপির পতাকা লাগানো গাড়ির চাকায় পিষ্ট হয়ে কৃষক মৃত্যুর ঘটনা নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখন বিজেপির অস্বস্তি আরও বাড়াল হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের বিতর্কিত মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে তাঁকে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের মোকাবিলায় স্বেচ্ছাসেবী দল গড়ে লাঠি হাতে তুলে নিয়ে ইটের বদলে পাটকেল কৌশল নিতে বলতে শোনা গিয়েছে।
ভিডিয়োতে খট্টর বলছেন, কিছু নতুন নতুন কৃষক সংগঠন তৈরি হচ্ছে। তাদের উস্কে দিতে হবে। বিশেষ করে উত্তর ও পশ্চিম হরিয়ানার জেলাগুলিতে।৫০০,৭০০ বা ১০০০ কৃষক জোগাড় করে ওদের স্বেচ্ছাসেবী করো, তারপর শঠে শাঠ্যং সমাচারেত। এর মানে কী? সামনের লোকজনের কেউ একজন জবাব দিতে খট্টার যোগ করেন, জ্যয়সে কো ত্যায়সা (ইটের বদলে পাটকেল), হাতে লাঠি তুলে নাও! এমনকী একজন তাঁকে আইনের প্যাঁচে পড়ার আশঙ্কার কথা জানালে মুখ্যমন্ত্রী বলেন, জামিন নিয়ে ভেবো না। সেটা আমরা দেখে নেব। জেলে এক মাস, দু মাস বা ৬ মাস থাকলে তোমরাই বড় নেতা হয়ে যাবে! স্বাভাবিকভাবেই খট্টরের এই মন্তব্যে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক।