ক্রমশই হাসি চওড়া হচ্ছে তৃণমূলের। বেলা এগোনোর সঙ্গে সঙ্গে ফিকে হচ্ছে বিজেপির আশা। ষষ্ঠ রাউন্ড শেষে ২৩ হাজার ৯৫৭ ভোটের ব্যবধানে ভবানীপুরে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি দুই কেন্দ্র, জঙ্গিপুর ও সামশেরগঞ্জও আরও বেশি ভোটে এগিয়ে গেল ঘাসফুল শিবির।
ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ২৮৩৫৫ ভোট, বিজেপি প্রার্থী পেয়েছেন ৪৩৯৮ ভোট। অর্থাৎ, ২৩৯৫৭ ভোটে মমতা পিছনে ফেলেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। জঙ্গিপুরে চতুর্থ রাউন্ডের পর ১১,৫৯১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। সামশেরগঞ্জে ৫১৯০ ভোটে এগিয়ে সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম।