ডিভিসি-র ছাড়া জলে বন্যা পরিস্থিতি রাজ্যে। শনিবার প্লাবিত জেলা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগে পৌঁছে একযোগ কেন্দ্র এবং ডিভিসি-কে আক্রমণ শানিয়ে বললেন, ‘বুকের উপর জল ছেড়ে মানুষকে সমাধি দিয়েছে ওরা’।
এই প্লাবনকে আগেই ‘ম্যানমেড বন্যা’ আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ডিভিসি কেন্দ্রের অধীনে। কেন্দ্র আমাদের থেকে আয় করবে। আর বারবার ডিভিসি জল ছেড়ে রাজ্যকে ভাসিয়ে দেবে, তা কেন হবে? কেন্দ্রে উচিত মাস্টার প্ল্যান তৈরি করা। সুতরাং ক্ষোভ কিন্তু বাড়ছে’।
এখানেই না থেমে মমতা আরও যোগ করেন, ‘বুকের উপর জল ছাড়া হয়েছে। মানুষকে সমাধি করা হয়েছে। মানুষ যখন ঘুমোচ্ছিল, তখন জল ছাড়া হয়েছে’। ৩০ সেপ্টেম্বর থেকে কখন, কতটা পরিমাণ জল ছাড়া হয়েছে সেই তথ্যও তুলে ধরেন মমতা।
নরমে-গরমে ঝাড়খণ্ড সরকারকেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। হেমন্ত সোরেন সরকারের কাছে বাঁধগুলো সংস্কারের আর্জি জানান তিনি। বলেন, ‘আমাদের বন্ধু রাজ্য। আমরা অনুরোধ করছি তাদের বাঁধগুলির যেন সংস্কার করা হয়। নাহলে আমাদের সব টাকা জলে চলে যাচ্ছে। ক্ষোভ বাড়ছে। একবার করে বাড়ি তৈরি করছে, একবার করে জল এসে ডুবিয়ে দিচ্ছে। আমি চাই না কোনও রাজ্যের সঙ্গে কোনও রাজ্যের ক্ষোভ বাড়ুক’।