বাংলার মানুষকে বিশ্বাস করাতে পারিনি যে, বিজেপি ক্ষমতা দখল করতে পারে। এবার এ কথা কবুল করে নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার ইজেডসিসিতে নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ। ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের প্রত্যেকের বিস্ফোরক স্বীকারোক্তিতে সেই অনুষ্ঠান কার্যত একুশের বিধানসভায় বিজেপির হারের অন্তর্তদন্তের মঞ্চ পরিণত হয়।
যেমন রাহুল সিনহা বলেন, শুধু মুখে সবাইকে সঙ্গে নিয়ে চলার কথা বললে হবে না। কাজের ক্ষেত্রেও সেটা করে দেখাতে হবে। নতুন-পুরনো সবাইকে খোলা মনে সঙ্গে নিতে হবে। আরেক প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষ বলেন, দলের জেলাস্তরে অনেক পুরনো নেতা আছেন, যারা হয়তো এখন নিষ্ক্রিয় হয়ে আছেন। তাঁদের মূলধারার সংগঠনে জায়গা দিতে হবে, মিটিং-মিছিলে ডাকতে হবে।
এরপরই দিলীপ বিস্ফোরক স্বীকারোক্তিটি করেন। বলেন, ‘আমরা রাজ্যবাসীকে বিশ্বাসই করাতে পারিনি যে আমরা রাজ্যে ক্ষমতা দখল করতে পারি। রাজ্যের মানুষ ভেবেছে বিজেপি ১৫০ আসন পাবে না। ওঁরা ১০০ আসন পাওয়ার মতো দল। তাই আমাদের সরকারে আনেনি। বিরোধী আসনে বসিয়েছে।’ শুভেন্দুও ওই সভায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেছেন। তাঁর বক্তব্য, রাজ্যে বিজেপির পিছিয়ে পড়ার কারণ বুথস্তরের সংগঠন। রাজ্যে ক্ষমতায় আসতে হলে বুথস্তরের সংগঠন নিয়ে কাজ করতে হবে।