একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যের সংগঠন বিস্তার এবং নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা। এই আবহেই তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো৷ গোয়ার দু’ বারের মুখ্যমন্ত্রী এবং অভিজ্ঞ এই রাজনীতিবিদকে দলে পেয়ে গোয়ায় শুরুতেই তৃণমূল নিজেদের শক্তি অনেকটা বাড়িয়ে নিয়েছে বলেই মত রাজনৈতিক মহলের৷ এবার লুইজিনহো নিজেই জানালেন, তাঁকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা আইপ্যাক।
এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে লুইজিনহো নিজেই জানিয়েছেন, ‘আপনাদের হয়তো বিশ্বাস হবে না৷ কিন্তু আমি কখনই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করিনি৷ ওঁরা দু’ জনেই শুধু তৃণমূলের নয়, জাতীয় স্তরেও বড় নেতা৷ কিন্তু আমার সঙ্গে ওঁদের কখনও দেখা হয়নি৷ আমার আইপ্যাকের সঙ্গে এবং প্রশান্ত কিশোরের সঙ্গে কথা হয়েছিল৷ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশান্ত কিশোরের সঙ্গে আমার কথা হয়৷’ তিনি এ-ও স্বীকার করেছেন যে, কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত তাঁর কাছে অত্যন্ত কঠিন ছিল৷ কিন্তু বিজেপিকে পরাজিত করার জন্য তাঁর কাছে এ ছাড়া কোনও বিকল্প ছিল না বলেও জানিয়েছেন ফেলেইরো৷