দেশে জাতিভিত্তিক জনগণনা প্রথম থেকেই যা নিয়ে মোটেও স্বচ্ছন্দ নয় সংঘ পরিবার ও বিজেপি৷ সেই জাতিভিত্তিক জনগণনার দাবি এতদিন বিহারে বিজেপির সহযোগী নীতীশ কুমার করে আসছিলেন৷ এবার সেই তালিকায় নাম লেখালেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক৷ তবে তাঁর রাজ্যে পশ্চাদপদ শ্রেণীর (ওবিসি) সংখ্যা নির্ণয় করতে চাওয়ার বিষয়টি চাঞ্চল্যকর। উড়িষ্যা কখনও সেরকমভাবে তার ওবিসি রাজনীতির জন্য পরিচিত নয়।
তবে সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মতোই পট্টনায়েকের পদক্ষেপ ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) অস্বস্তিতে ফেলেছে৷ সম্প্রতি বিজেপি ওডিশায় ওবিসি কার্ড খেলতে শুরু করেছেন যদিও আগে দলটির প্রধান মনোযোগ হিন্দুত্বের উপর ছিল।
গত আগস্ট মাসে, পার্লামেন্ট তাদের নিজস্ব ওবিসি তালিকা তৈরির ক্ষমতা পুনরুদ্ধারের জন্য সাংবিধানিক সংশোধনী বিল পাস করেছে। সেসময়ই বিজু জনতা দলের (বিজেডি) সাংসদের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে একটি জাতিভিত্তিক আদমশুমারির দাবি জানায়। তারা রিজার্ভেশনের ৫০ শতাংশের সর্বোচ্চ সীমা বাতিল করার জন্য কেন্দ্রীয় আইন করারও দাবি করেছেন৷ ওড়িশায় ৩৮ শতাংশেরও বেশি তফসিলি জাতি (এসসি) এবং তপশিলি উপজাতির (এসটি) জনসংখ্যা লোক রয়েছে, যার কারণেই নবীনের ওবিসি সংরক্ষণ এবং জাতিভিত্তিক জনগণনার দাবী একেবারেই ব্যতিক্রমী বিষয়।