আগাম কোনও ইঙ্গিতই ছিল না। ঘূনাক্ষরেও কেউ জানতে পারেনি তাঁর পরবর্তী পদক্ষেপের কথা। সবাইকে চমকে দিয়েই সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর ঘাসফুল শিবিরে এসেই তিনি স্পষ্ট করে দিয়েছেন, বিজেপি ছেড়ে তিনি বিজেপির সাংসদ পদ আঁকড়ে থাকবেন না। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সময় চেয়েছেন সাক্ষাতের। তা পেলেই তিনি ইস্তফা দেবেন সাংসদ পদ থেকে। কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেলেও বাবুল সুপ্রিয় ইস্তফা দেননি সাংসদ পদ থেকে।
এই বিলম্বের কারণ কী? তা এবার টুইটারে খোলসা করলেন বাবুল নিজেই। এদিন টুইটে বাবুল তুলে দিয়েছেন লোকসভার স্পিকারকে পাঠানো সেই চিঠি, যা তিনি সাক্ষাতের সময় চেয়ে পাঠিয়েছেন। সেইসঙ্গে লিখেছেন, ‘মাননীয় স্পিকারের উচ্চ কার্যালয়ে আমি সাক্ষাতের সময় চেয়ে আমার চিঠি পাঠাই। শ্রদ্বেয় স্যারের কার্যালয় থেকে সেই চিঠির একটি প্রাপ্তিস্বীকারও করা হয়েছে। আবারও একই অনুরোধ জানাচ্ছি। সাংসদ সৌগত রায়ও এই মর্মে একটি চিঠি দিয়েছেন।’ অর্থাৎ, লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাঠানো চিঠিটি টুইটারে তুলে দিয়ে বাবুল স্পষ্ট করে দিয়েছেন, স্পিকারের তরফে সময় মেলেনি বলেই এখনও সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেননি তিনি।