গত বছরের নির্দেশ মাথায় রেখেই পুজোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাই হাইকোর্টের রায় নিয়ে কোনও বিড়ম্বনার কারণ নেই বলে জানাচ্ছেন কলকাতার বেশিরভাগ পুজো কমিটি। আজ, শুক্রবার আদালত নির্দেশ দিয়েছে, গত বছরের মতো এবছরও মন্ডপে ঢুকে প্রতিমা দর্শন করা যাবে না। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে উদ্যোক্তারা।
ত্রিধারার কোষাধ্যক্ষ সন্দীপ চক্রবর্তী বলেন, গতবছর যা ছিল, সেটাই বহাল থাকবে বলে আশা করেছিলাম। হয়েছেও তাই। তাই মণ্ডপে ঢুকে প্রতিমা দর্শনের ব্যাপারটাই রাখেননি তাঁরা। নাকতলা উদয়ন সংঘের ধারণ সম্পাদক অঞ্জন দাস জানান, তাঁদের পুজোয় এবার ড্রাইভ ইন প্রতিমা দর্শন করা যাবে।
হাইকোর্ট এবারেও কোভিডিবিধি শিথিল করবে না ধরে নিয়েই পরিকল্পনা করা হয়েছিল। গত বছরও আদালতের রায়কে মান্যতা দিয়েই সবরকম ব্যবস্থা করা হয়েছিল। এবছরও তাই। গতবছর শেষ মূহুর্তে আদালত নির্দেশ দিয়েছিল বলে সমস্যা হয়েছিল।তাঁদের মন্ডপ একদম খোলামেলা। প্রতিমা দেখতে মণ্ডপে ঢোকার কোনও প্রয়োজন নেই। এছাড়াও সরকার যা নির্দেশ দেবে তা মানা হবে, বলেন শিবমন্দির সর্বজনীনের পার্থ ঘোষ।
কলেজ স্কোয়ার সর্বজনীনের সাধারণ সম্পাদক বিকাশ মজুমদার জানান, আদালতের রায়কে স্বাগত জানাই। তবে, এবছর আশা ছিল কোভিডিবিধি কিছুটা শিথিল করা হবে। যেকারণে মণ্ডপে ঢুকে প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তা যখন হবে না, তাই বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।
বাদামতলা আষাঢ় সংঘ কলকাতার বেশিরভাগ বড় পুজোর মতোই প্যান্ডেল খোলামেলা। তাঁদের মন্ডপের সামনে গাড়ি দাঁড় করিয়ে ‘ড্রাইভ ইন দর্শন’ করতে পারবেন দর্শনার্থীরা। সরকারি নিয়ম অক্ষরে অক্ষরে পালন করা হবে। উদ্যোক্তাদের ও পুজোর কাজকর্ম যারা করবেন, তাঁদের সবার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, জানান এই পুজোর সাধারণ সম্পাদক সন্দীপ চক্রবর্তী।