বিরোধীদের তরফে যখন এই অভিযোগ তোলা হচ্ছে যে, আসামের গরুখুঁটিতে চালানো উচ্ছেদ অভিযানে পদে পদে ভঙ্গ করা হয়েছে মানবাধিকার। জবরদখল হটানোর নামে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করেছে বিজেপি। তখন আসামে গরুখুঁটির ধলপুরে উচ্ছেদ অভিযান ও গুলিচালনার ঘটনা নিয়ে সরকারের ভূমিকা ও তদন্ত নিয়ে রিপোর্ট চাইল রাজ্য মানবাধিকার কমিশন।
ইতিমধ্যেই গরুখুঁটির ধলপুরে গিয়ে উচ্ছেদ হওয়া পরিবারগুলির সঙ্গে দেখা করেছেন বামেদের একটি প্রতিনিধি দল। তারাই সংখ্যালঘুদের নিশানা করার অভিযোগ তুলে বলেন, গত ২৩ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত উচ্ছেদ হওয়া অন্তত হাজারটি পরিবারের শিশু-মহিলা ও বাকি সদস্যরা চরম দুর্দশায় জীবন কাটাচ্ছেন। পুনর্বাসন দূরের কথা সরকারের তরফে এত দিন ধরে তাঁদের কোনও রকম খাদ্য-পানীয় দেওয়া হয়নি। অথচ এঁরা সকলেই ভারতীয়। অনেকের পূর্বপুরুষের নাম ১৯৫০ সালের ভোটার তালিকা ও এনআরসিতে রয়েছে। ভারতীয় হওয়ার সব নথিপত্র, জমির দলিল রয়েছে তাঁদের কাছে।
বিরোধীদের দাবি, পাঁচ দশকের বাসিন্দা হওয়ার পরেও নির্লজ্জ, ডাবল ইঞ্জিনের সরকার বিরাট পুলিশবাহিনী নিয়ে বাসিন্দাদের উচ্ছেদ করল, লাঠি চালাল, গুলি চালাল, দু’জনকে হত্যা করল। শুধুমাত্র সংখ্যালঘু, মুসলিম হওয়ার কারণেই তাঁদের সঙ্গে এই ব্যবহার করা হল। হিন্দু রাষ্ট্রের ধ্বজাবাহকদের এই সাম্প্রদায়িক মনোভাব ও অমানবিক উচ্ছেদ দেশ ও সংবিধানের বিরোধী। অভিযোগ, অনেক চা বাগান ও শিল্প সংস্থাও সরকারি জমি জবরদখল করে রেখেছে। তাদের উৎখাত করতে বিজেপি সরকার এমন ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু ধলপুরের মানুষরা সংখ্যালঘু বলেই এ ভাবে ঝাঁপিয়ে পড়েছে সরকার। আসামের নাগরিক হওয়ার সত্ত্বেও তাঁদের বাংলাদেশি সাজানোর চেষ্টা চলছে। অথচ পরিবারগুলির নাম রয়েছে এনআরসিতে।