বরাবরই সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলনেত্রীর আদর্শেই দীক্ষিত তাঁর দলের নেতা-নেত্রীরাও। এবার যেমন ভোটের দিনেও সৌজন্যতার নজির গড়লেন মমতার সৈনিকরা। যেখানে নির্বাচনী লড়াই মানেই যুযুধান প্রতিপক্ষ, সেখানে বৃহস্পতিবার ভবানীপুর উপনির্বাচনে রাজনৈতিক দূরত্ব দূর করে ভোট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সিপিএমের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। দেখা গেল, বামশিবির থেকে চায়ের আহ্বান পেয়ে ফিরহাদ হাকিম দাঁড়িয়ে চা খেলেন। অন্যদিকে, সামসেরগঞ্জেও মুখোমুখি হয়ে তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা নিজেদের মধ্যে সৌজন্য বিনিময় করলেন।
এদিন চেতলার বাড়ি থেকে বেরিয়ে ফিরহাদ হাকিম আশেপাশের এলাকা ঘুরে দেখেন। দেখা যায়, তাঁর কার্যালয়ের অদূরেই ক্যাম্প করে বসেছে সিপিএম। ভবানীপুরের সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। তাঁর সমর্থনে সিপিএম কর্মীরা শিবির করছেন। ফিরহাদ তার কাছাকাছি যেতেই তাঁরা মন্ত্রীকে চা খাওয়ার আহ্বান জানান। তিনি সেই আহ্বান সাদরে গ্রহণ করেন। লাল শিবিরে বসে চা খান। শুধু ভবানীপুরেই নয়, ভোটযুদ্ধে শামিল মুর্শিদাবাদের জঙ্গিপুরেও এমনই রাজনৈতিক সৌজন্যের ছবি দেখা গেল। গাড়িতে ভোট দিতে যাচ্ছিলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন। তাঁর সঙ্গে দেখা হয়ে যায় বিজেপি প্রার্থী সুজিত দাসের। উভয়ে নমস্কার বিনিময় করেন। কিছুক্ষণ দাঁড়িয়ে দু’জনে মিলে কথা বলেন।