মোদী সরকারের আমলে বারবারই কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছে বাংলা। এবার ফের মিলল বাংলার প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের প্রমাণ। কেন্দ্রের ‘ভারতমালা’ প্রকল্পের কাজ এ রাজ্যে হবে না বলে মৌখিক ভাবে জানিয়ে দিল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। কলকাতা হাই কোর্টে বৃহস্পতিবার এ কথা বলেন কেন্দ্রের আইনজীবী।
দেশের সীমান্তবর্তী জেলাগুলির মধ্যে সংযোগ স্থাপন ও সুগম যাতায়াতের জন্য ‘ভারতমালা’ প্রকল্প চালু করেছিল মোদী সরকার। এর জন্য ২০১৭ সালে নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ-সহ সীমান্তবর্তী জেলাগুলিতে জমি অধিগ্রহণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আর তার পরে নন্দকিশোর মুন্দ্রা নামে মুর্শিদাবাদের এক বাসিন্দা জমি অধিগ্রহণের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। মামলাকারীর আইনজীবী অরিন্দম দাস জানিয়েছেন, হাই কোর্ট জমি অধিগ্রহণ নিয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত তথ্য জানতে চায়।
বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ছিল সেই মামলার শুনানি। সেখানে অরিন্দম জানান, শুনানিতে আদালতের সামনে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের আইনজীবী মৌখিক ভাবে জানান, ভারতমালা প্রকল্পের জন্য এ রাজ্যে কোনও জমি নেওয়া হচ্ছে না। এমনকি ওই প্রকল্পের কাজও বন্ধ রয়েছে। যদিও এই প্রকল্প থেকে কেন রাজ্য বাদ পড়ল সেই প্রশ্নের যথাযথ কোনও উত্তর দেয়নি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক।