সাতসকালে তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। কিন্তু, সব অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে স্বমেজাজে মদন। রয়েছেন ভবানীপুরের বাড়িতে। যখন প্রিয়াঙ্কা টিবরেওয়াল মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন, সেই সময় বাড়িতে বসে বই পড়ছিলেন তিনি!
বৃহস্পতিবার বেলা ১০টা নাগাদ কামারহাটির ‘মদনদা’ জানালেন, দলের নির্দেশ মোতাবেক বাড়ি থেকে বার হবেন তিনি। সঙ্গে প্রিয়াঙ্কাকেও দিলেন কড়া জবাব। মদন মিত্র বলেন, ‘প্রিয়াঙ্কা যখন অভিযোগ তুলছিলেন তখন তো আমি বাড়িতেই ছিলাম। বই পড়ছিলাম। আমার পরিবারে একজন অসুস্থ। এখনও তাই আমি বাড়িতেই। দলের নির্দেশ মোতাবেক কাজ করব।’
এদিন প্রিয়াঙ্কাকে আক্রমণ ফিরিয়ে দিয়ে মদনের মন্তব্য, ‘একুশের নির্বাচনে তিনি যত ভোটে হেরেছিলেন তার থেকে তিনগুণ বেশি ভোটে ভবানীপুরে হারবেন। ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড তৈরি হয়েছে। কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটেনি।’
এখানেই শেষ নয়, মদন মিত্র স্বভঙ্গিমায় বলেন, ‘আমাকে মনে হয় ওঁর আমাকে খুব পছন্দ। তাই বারবার আমার নাম বলেন। সরাসরি বলতে পারেন না। তাই অভিযোগ তুলে বলেন।’ প্রিয়াঙ্কাকে মদনের কটাক্ষ, ‘আগামী ১০ বছর প্রিয়াঙ্কা আর ভোটে লড়বেন না।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল অভিযোগ তোলেন, ৭১ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ শুরু হয়নি। তাঁর অভিযোগ ছিল, ‘এই ওয়ার্ডের ১২৬ নম্বর বুথে ভোট শুরু করা যায়নি। এই এলাকা মদন মিত্রের এলাকা। তিনি বুথ দখল করতে চাইছেন।’ যদিও নির্বাচন কমিশনের তরফে প্রিয়াঙ্কার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়। কমিশন জানায়, মকপোলের জন্য ভবানীপুরের ১২৬ নম্বর বুথে ভোটগ্রহণ শুরু করতে দেরি হয়েছিল। এবার সেই নিয়ে প্রিয়াঙ্কাকে কটাক্ষ করলেন মদন।