বৃহস্পতিবার সকাল থেকেই জঙ্গিপুর-সামশেরগঞ্জের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও চলছে উপনির্বাচন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে জমজমাট ভোটপুজোও। কারণ ভবানীপুরে তৃণমূলের প্রার্থী খোদ দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এতদিন জোরদার ভোট প্রচারের পর, আজ ভোটের দিনও তাঁর হয়ে ভোট চাইতে ময়দানে নেমেছেন তৃণমূল নেতারা। সোশ্যাল মিডিয়ায় ভোটদানের জানিয়েছেন আর্জি ফিরহাদ হাকিম। এদিন, রাজ্যের মন্ত্রী ফিরহাদ টুইটারে লেখেন, ভবানীপুরে উন্নয়নের স্বার্থে সবাই ভোট দিতে আসুন।