তিনি বলছেন এক কথা। আর তাঁর এজেন্ট বলছে একেবারে উল্টো কথা। আর এতেই ধরা পড়ে গেল বিজেপির মিথ্যাচার। মদন মিত্র কোথায়? এ নিয়েই ভিন্নমত ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং তাঁর এজেন্ট সজল ঘোষের। প্রিয়াঙ্কার দাবি, মদন বুথ দখলের চেষ্টা করছেন।
কিন্তু তাঁর নির্বাচনী এজেন্ট সজল ঘোষ বলছেন, মদনের এখনও ঘুমই ভাঙেনি। ঘুম ভাঙলে কী হবে বলা মুশকিল। এর থেকেই স্পষ্ট যে কামারহাটির তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন বিজেপি প্রার্থী। উল্লেখ্য, ভবানীপুরের বিজেপি প্রার্থী অভিযোগ করেছিলেন, কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ডে মদন মিত্র বুথ দখলের চেষ্টা করছেন। কিন্তু সজল ঘোষের দাবি, এখনও পর্যন্ত ঠিকঠাক ভোট চলছে। তিনি বলেন, ‘মদন মিত্রের ঘুম ভাঙলে কী হবে জানি না।’