বুধবারই গোয়া পৌঁছে গেলেন এসসি ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াস। বুধবার সহকারী কোচ অ্যাঞ্জেল গার্সিয়ার সঙ্গে গোয়া পোঁছে যান লাল-হলুদের কোচ। পৌঁছে গিয়েছেন নবনিযুক্ত ম্যানেজার মৃদুল বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার পৌঁছে গিয়েছিলেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ফ্র্যানিয়ো পর্চে।
পাশাপাশি, অরিন্দম ভট্টাচার্য, মহম্মদ রফিক, শঙ্কর রায়-সহ বাকি ফুটবলাররা বৃহস্পতিবার পৌঁছে যাবেন। তারপরই আইএসএলের প্রস্তুতি শুরু করবেন এসসি ইস্টবেঙ্গল ফুটবলাররা। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলে নিতে চায় এসসি ইস্টবেঙ্গল।
আগামী ২১শে নভেম্বর আইএসএলে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। তিলক ময়দানে জামশেদপুর ফুটবল ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ক্লাব। ২৭শে নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি-যুদ্ধে নামবে দল। গত মরসুমে ভাল খেলতে না পারলেও এবারে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল হলুদ শিবির।