দিল্লির বাংলো ছেড়ে পাকাপাকিভাবে বাংলায় চলে এলেন বাবুল সুপ্রিয়। তারপর বুধবার হাওড়া স্টেশনে পা রেখেই তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে। বললেন, ‘বাঙালিদের উপর প্রধানমন্ত্রীর ভরসা নেই। তাই সাত বছরে বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী হননি।’
দিল্লি গিয়ে সাংসদ পদ ছেড়ে দেবেন বলে জানিয়েছিলেন বাবুল। সেইমতো এদিন রাজধানী থেকে ফিরতেই সাংবাদিকরা তাঁকে সাংসদ পদ ছাড়ার প্রসঙ্গে প্রশ্ন করেন। বাবুলের জবাব, ‘পদত্যাগে কিছুটা সময় লাগবে।’ এদিন
কার্যত দিল্লির পাঠ চুকিয়ে বাংলায় ফিরলেন তিনি। দিল্লিতে সাংসদের জন্য নির্দিষ্ট বাংলোও ছেড়ে দিয়েছেন। বাড়ির জিনিসপত্র নিয়ে দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনে এদিনই হাওড়া স্টেশনে পৌঁছন।
বৃষ্টি ভেজা কলকাতায় পা দিয়ে এদিন বাবুল নিশানা করলেন মোদীকে। বললেন, ‘’সাত বছরে মনে হয়েছে, প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না। সাত বছরে ক্যাবিনেট মন্ত্রী তো দূর, পূর্ণ মন্ত্রীও করা হয়নি।’ তবে, এই অভিযোগ কেবল তাঁর নিজের বিষয়ে নয়, বরং সাংসদ সুরিন্দর সিং আলুয়ালিয়ার নাম তুলে এনেছেন বাবুল সুপ্রিয়। বলেন, ‘আমি আমার কথা বলছি না, কিন্তু সুরিন্দর সিং আলুয়ালিয়াজি কত সিনিয়র, তাঁকেও কোনও পূর্ণ মন্ত্রীর পদ দেওয়া হয়নি।’
এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দেন বাবুল। ভবানীপুর উপনির্বাচনেও তৃণমূল নেত্রীই জিতবেন বলেও আগাম জানিয়ে দেন তিনি। বলেন, ‘ভবানীপুরে কারও প্রচারের দরকার পড়ে না। আপনারা দেখতেই পাবেন সেখানকার মানুষ কী রায় দেন।’ সঙ্গে যোগ করেন, ‘রাজ্যের মানুষের উন্নয়নের জন্যই মমতাদি আমাকে যে দায়িত্ব দিতে চেয়েছেন, সেই কারণেই আমি তৃণমূলে’। পুরোন দল বিজেপিকে খোঁচাও দিয়ে বাবুল বলেন, ‘বিজেপিতে বিধায়করা মানিয়ে নিতে পারছেন না। এটা উপলব্ধি করেছি’।