যোগী জমানায় হাথরস কাণ্ড থেকে শুরু করে একাধিক ইস্যুতে বারবারই বিতর্কে জড়িয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। এবার পুলিশি জুলুমের জেরে যোগীরাজ্যে ঘটে গেল এক দুর্ভাগ্যজনক ঘটনা। হোটেলে হানা দিয়ে অপরাধীর সন্ধান করছিল যোগীর পুলিশ। কিন্তু সেই উর্দিধারীদের অত্যাচারে প্রাণ হারালেন এক ব্যবসায়ী। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশের গোরখপুরে। অভিযোগের ভিত্তিতে ৬ জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হয়েছে।
সূত্রের খবর, এই ঘটনায় পুলিশের তরফে এখনও কোনও মামলা রুজু করা হয়নি। তবে রামগড়তল থানার স্টেশন হাউস মাস্টার-সহ ৬ জনকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ। মৃতের নাম মনীশ কুমার গুপ্ত। অভিযুক্ত পুলিশ কর্তারা দাবি করেছেন, হোটেলের ঘরে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে মৃতের স্ত্রী গোরখপুর পুলিশ সুপারিন্টেন্ডেন্টের কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন যে, পুলিশের অত্যাচারের জেরেই তাঁর স্বামী মারা গিয়েছেন।