বন্দীদশা যেন কিছুতেই কাটছে না মেহবুবা মুফতির। এবার ফের গৃহবন্দী থাকার অভিযোগ তুললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে মুফতি বলেন তাঁকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। তিনি আবারও গৃহবন্দী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে এদিন যাওয়ার কথা ছিল তাঁর। আর সে কারণেই এমনটা করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুফতি।
মঙ্গলবার পুলওয়ামাতে এক সাধারণ পরিবারের ওপর হামলার অভিযোগ তুলেছিলেন মেহবুবা। তাঁর অভিযোগের আঙুল ছিল সেনা জওয়ানদের দিকেই। অভিযোগ, ওই পরিবারের এক মহিলা সেনাবাহিনীর আক্রমণে আহত হয়েছেন। এদিন তাঁকেই দেখতে যাওয়ার কথা ছিল মুফতির।
এদিন গৃহবন্দী করার অভিযোগ তুলে টুইট করেন মেহবুবা মুফতি। তিনি লেখেন, আমাকে আমার বাড়িতে আটকে রাখা হয়েছে। আমি পুলওয়ামাতে যেতে চেয়েছিলাম তাই এটা করা হয়েছে। এটাই কাশ্মীরের আসল পরিস্থিতি। এটাই দেশের সামনে তুলে ধরা উচিত, ভারত সরকারের পিকনিক ট্যুর না।’
টুইটের সঙ্গে একটি ছবি পোস্ট করে পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী এও দেখিয়েছেন, কীভাবে তাঁর বাড়ির সদর দরজার সামনে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে, যাতে তিনি না বেরোতে পারেন। উল্লেখ্য, এর আগেও একাধিকবার স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তাঁকে গৃহবন্দি করে রাখার অভিযোগ তুলেছিলেন পিডিপি নেত্রী।