এ বারের আইপিএল-এর শেষ দুই ম্যাচ ৮ অক্টোবর। একই দিনে দু’টি ম্যাচ থাকলে সাধারণত একটি ম্যাচ খেলা হয় দুপুরে, অন্যটি সন্ধেবেলা। তবে ৮ অক্টোবর তেমনটা হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে লিগ পর্বের শেষ দিন একই সময় দু’টি ম্যাচ হবে।
বোর্ডের তরফে জানানো হয়েছে ২৫ অক্টোবর নতুন দুই দলের নাম ঘোষণা করা হবে। সেই সঙ্গে আইপিএল-এর মিডিয়া স্বত্বের জন্য নিলামও ডাকা হবে ওই দিন। লিগের প্রথম চার দলই খেলতে পারবে নক আউট পর্ব। ১০ অক্টোবর থেকে শুরু হবে নক আউট। ১৫ অক্টোবর ফাইনাল।
সেই দিন প্রথম ম্যাচ খেলার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। ভারতীয় সময় অনুযায়ী সেই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর সাড়ে তিনটে থেকে। কিন্তু তার বদলে সেই ম্যাচ হবে সন্ধে সাড়ে ৭টা থেকে। একই সময় খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লী ক্যাপিটালস।