বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে মঙ্গলবার রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছেন বামেদের ‘পোস্টার বয়’ কানহাইয়া কুমার। লালঝাণ্ডা ছেড়ে তাঁর হাত শিবিরে নাম লেখানোয় ইতিমধ্যেই উৎফুল্ল বিহার কংগ্রেসের একাংশ। জেএনইউয়ের এই প্রাক্তন ছাত্রনেতাকে প্রদেশ সভাপতি পদে চাইছেন তাঁরা। ইতিমধ্যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে প্রস্তাবও পাঠিয়েছেন। তরুণ মুখ হিসাবে কানহাইয়ার যোগদান বিহারে কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করছে কংগ্রেস বিধায়কদের। তাঁকে সামনের সারিতে রেখে লড়াইয়ে নামলে তরুণরা দলে আসবে বলে আশা তাঁদের। যেমন বক্সারের কংগ্রেস বিধায়ক মুন্না তিওয়ারি জানান, কানহাইয়াকে তাঁরা নেতৃত্বে চাইছেন।
তাঁকে বিহার প্রদেশ কংগ্রেসের সভাপতি করলে তাঁরা আপত্তি করবে না বলে সোনিয়া গান্ধীর কাছে চিঠি দিয়েছেন। বর্তমানে মদনমোহন ঝাঁ বিহারের সভাপতি। জল্পনা চলছে, দ্রুত সভাপতি বদল করতে পারে হাইকমান্ড। এই সম্ভাবনা থেকেই কানাইয়াকে সভাপতি করার প্রস্তাব বলে জানান তিনি।