আগামীকাল হাই-প্রোফাইল ভোট। তার আগে রিল্যাক্স মুডে তৃণমূলের অন্যতম সৈনিক ফিরহাদ হাকিম। ভোটে জয়ের ব্যাপারে ১০০% নিশ্চিত তৃণমূল। আর সেই কারণেই ভবানীপুরের লড়াইয়ের ময়দানে হাসিখুশি মেজাজে ফিরহাদ হাকিম।
ভবানীপুর বিধানসভা উপ নির্বাচনে তিনটি ওয়ার্ডের দায়িত্ব নিয়েছেন ফিরহাদ হাকিম। গত ২৫ দিন ধরে লাগাতার প্রচার করেছেন তিনি। এবার শুধু ব্যস্ত দুর্যোগ মোকবিলার ব্যবস্থা করতে ও একই সাথে পুজোর প্রস্তুতি দেখতে।
ভোট প্রচারে ব্যস্ত থাকা ফিরহাদ হাকিম তাহলে দিন কাটালেন কি করে? “আজ একটু বেলায় ঘুম থেকে উঠেছি। আজ বাড়ির কিছু কাজ করেছি। তারপর সময় নিয়ে ব্রেকফাস্ট। বাড়ির লোকের সাথে আড্ডা, গল্প -গুজব করে কাটছে সময়। কাল সন্ধ্যায় তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। আমার অক্সিজেন, আমার রিল্যাক্স আমার নাতনি। তাকে নিয়ে একটু খেললাম, সময় কাটালাম।
এর পরেও অবশ্য ভোট সামলানোর দায়িত্ব থেকে সরে আসেননি এক ইঞ্চি ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট তাই পোলিং এজেন্টদের সাথে বৈঠক করেছেন। বৈঠক করেছেন ওয়ার্ড কো-অর্ডিনেটরদের সাথে। ফলে একদিকে কিছুটা শান্তি। অন্যদিকে ভোটের সব বিষয়ে নজর রাখছেন তিনি একই হাতে।
ফিরহাদ হাকিম যে তিনটি ওয়ার্ডের দায়িত্বে আছেন সেগুলি হল ৭৪,৭৭ ও ৮২ নম্বর ওয়ার্ডের। এর মধ্যে ৭৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে আছে ২০২১ এর ভোটের ফলে ২১৩৭৯ ভোটে। ৭৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে আছে ৫৩৭ ভোটে। ৮২ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে আছে ৫২০৯ ভোট। দুটি ওয়ার্ড ৭৪ ও ৮২তে ভোটের ব্যবধান বাড়িয়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। প্রচার শেষ, তৃণমূলের নজরে ভোটার।