সকাল থেকেই অনেকে তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ার বিক্রির হিড়িক পড়ে গিয়েছিল। আর তার জেরে মঙ্গলবার দুপুর দু’টো বেজে ২১ মিনিটে বিএসই সেনসেক্স ১০০০.৫০ পয়েন্ট নেমে ৫৯০৮১.০৫ এর ঘরে পৌঁছায়। এদিন সেনসেক্স নামে ১.৬৬ পয়েন্ট। নিফটিও ২৭২.২৫ পয়েন্ট নেমে পৌঁছায় ১৭৫৮৪.৮০-এর ঘরে। অর্থাৎ নিফটি নামে ১.৫৩ শতাংশ। বিএসই-র মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারগুলির দাম নামে এক শতাংশ করে।
এদিন দিনের শুরুতে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম বেড়েছে আট পয়সা। সেনসেক্সের অন্তর্গত যে শেয়ারগুলির দাম কমেছে, তার মধ্যে আছে ভারতী এয়ারটেল। তার দাম চার শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৯৬ টাকা। এইচসিএল, ইনফোসিস ও টেক মাহিন্দ্রার শেয়ারের দাম কমেছে এক থেকে তিন শতাংশ। সেনসেক্সের অন্তর্গত অপর যে দু’টি সংস্থার শেয়ারের দাম লক্ষ্যণীয়ভাবে কমেছে, তারা হল বাজাজ ফিনান্স ও বাজাজ ফিনসার্ভ।
অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলির শেয়ারের দাম মঙ্গলবার বেড়েছে। এনটিপিসি ও পাওয়ারগ্রিডের শেয়ারের দাম বেড়েছে পাঁচ শতাংশ করে। সেনসেক্সের অন্তর্গত অন্য যে শেয়ারগুলির দাম বেড়েছে, তারা হল টাইটান, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং মারুতি সুজুকি। বিপিসিএল সম্প্রতি ঘোষণা করেছে, তারা আগামী পাঁচ বছরে পেট্রোকেমিক্যাল, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং বিদ্যুৎচালিত গাড়ি নির্মাণের জন্য ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। এরপর এদিন বিপিসিএলের শেয়ারের দাম বেড়েছে এক শতাংশ।