কোভিডের কারণে গত বছরের মার্চ মাস থেকে স্কুল কলেজের দরজায় তালা ঝুলছে। ভাইরাসের প্রকোপ এখনও বাংলায় বেশ কম। চলছে টিকাকরণও প্রক্রিয়াও। গত কয়েকদিন ধরেই তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলি আবার খুলে দেওয়ার দাবি জোরালো হয়ে উঠেছে।
সরকার থেকে জানানো হয়েছিলন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভ্যাক্সিন দেওয়া শুরু হবে শিগগিরই। কলকাতা পুরসভা সেই মর্মেই বিজ্ঞপ্তি জারি করল।
আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শহরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভ্যাক্সিন দেবে পুরসভা। ৮ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কলকাতার মোট ৫৪টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হবে ২৯ তারিখ থেকে। কোভিশিল্ড ভ্যাক্সিন দেওয়া হবে।
এই সমস্ত কলেজ পড়ুয়াদের ভ্যাক্সিন নেওয়ার জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পুরসভার অধীন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকেই ভ্যাক্সিন পাবেন তাঁরা।
এদিন কলকাতা পুরসভার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে কলেজ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। বিদ্যাসাগর কলেজ, মনীন্দ্র কলেজ, যোগমায়া দেবী কলেজ, বাসন্তীদেবী কলেজ, মৌলানা আজাদ কলেজ প্রভৃতি শহরের একাধিক কলেজ। রইল সেই সম্পূর্ণ তালিকা।