বাংলা-সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকেই দেশে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। একদিকে যেমন পেট্রোলের অগ্নিমূল্যে রক্ষে নেই, তার ওপর হু হু করে বেড়ে চলেছে ডিজেলের দামও। এবার যেমন ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দেশজুড়ে লিটারপিছু ১৯ থেকে ২৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। অন্যদিকে, ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ২৫ পয়সা। কলকাতাতেও ঊর্ধ্বমুখী জ্বালানির মূল্য। এদিন শহরে এক লিটার পেট্রোলের দাম ২৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১০১.৮৭ টাকা। ডিজেলের দামও ২৫ পয়সা বেড়ে হয়েছে ৯২.৬৭ টাকা।
এছাড়া রাজধানী দিল্লীতে পেট্রোলের দাম লিটারপিছু ১০১ টাকা ৩৯ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৫৭ টাকা। একইভাবে মুম্বইয়েও জ্বালানির দাম আকাশছোঁয়া। দেশের বাণিজ্যনগরীতে এক লিটার পেট্রোলের দাম ১০৭.৪৭ টাকা। ডিজেলের দামও সেখানে ১০০ ছুঁই ছুঁই। এক লিটার ডিজেল বিকোচ্ছে ৯৭.২১ টাকায়। উল্লেখ্য, চলতি বছর পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর নিয়মিত বৃদ্ধি পেয়েছে জ্বালানি মূল্য। করোনার মধ্যে আর্থিক সংকটে ভুগতে থাকা সাধারণ মানুষের কপালের ভাঁজও গভীর হয়েছে। এরপর গত ২২ আগস্ট সামান্য কমেছিল দাম। কিন্তু ফের তা বাড়তে শুরু করেছে। যদিও আন্তর্জাতিক বাজারে বর্তমানে জ্বালানি তেলের দাম স্থিতিশীল।