দেশে পুরোদমে করোনার তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়া এখন সময়ের অপেক্ষামাত্র। তবে এরই মধ্যে ফের আশার আলো দেখাচ্ছে দেশের কোভিড গ্রাফ। এবার যেমন স্বস্তি দিয়ে ২০ হাজারের নীচে নামল দেশের দৈনিক সংক্রমণ। ২০১ দিন পর দেশে আক্রান্তের সংখ্যা এতটা কম হল। পাশাপাশি, ২০০-র নীচে নেমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৯৫ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৫৮১। অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ৪৭ হাজার ৩৭৩ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘন্টায় মৃত্যু কমে হয়েছে ১৭৯ জনের।
আবার, পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৯ লক্ষ ৫৮ হাজার ২ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬ হাজার ৩০ জন। এদিকে, সংক্রমণ কমতেই দেশে কমতে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৭ হাজার ৪১৪ জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৯২ হাজার ২০৬ জন।