ভবানীপুর উপ নির্বাচনে আর কোনও বাধা রইল না। মঙ্গলবার ভবানীপুর উপ নির্বাচন মামলায় এমনটাই রায় দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, নির্বাচন কমিশনকে কিছু জরিমানা করা হয়েছে বলে আদালত সূত্রে খবর। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে এই মামলার রায়দান হয়। অর্থাৎ আগামী পরশু, বৃহস্পতিবার নির্দিষ্ট সূচি মেনেই ভবানীপুরে উপ নির্বাচন হবে।
ভবানীপুর উপনির্বাচনের প্রেস বিজ্ঞপ্তির কিছু অংশ তুলে হাই কোর্টে মামলা করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে মুখ্যসচিবের পাঠানো চিঠির উল্লেখ করে বলা হয়েছিল, ভবানীপুরে ভোট না হলে সাংবিধানিক সংকট হবে। এই অংশেই আপত্তি তুলে বলা হয়, অন্য কেন্দ্রগুলিতে সাংবিধানিক সংকট হবে না কেন? তাছাড়া বেছে বেছে একটি বিধানসভার জন্য মুখ্যসচিব এমন সুপারিশ করতে পারেন না বলেও দাবি করেন মামলাকারীরা। এরপরই সাংবিধানিক সংকট কে লিখেছে, তা জানতে চেয়ে কমিশনের হালফনামা চায় আদালত।
আদালতের তোলা প্রশ্নের জবাব সেই হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ না থাকায় রীতিমতো ক্ষুব্ধ হন বিচারপতিরা। এমনকী ভবানীপুরে উপ নির্বাচন নিয়ে কমিশনের জমা করা সেই হলফনামা গ্রহণ করা হয়নি বলেও জানা যায়। মঙ্গলবার রায়দানের সময় শুধু বলা হয়েছে, ভোটে কোনও বাধা নেই। তবে জরিমানা দিতে হবে নির্বাচন কমিশনকে। তবে ভোটে নিষেধাজ্ঞার ক্ষেত্রেও বেশ কয়েকটি পর্বের মধ্যে দিয়ে যেতে হতো আদালতকে। যাঁরা প্রার্থী, তাঁদের বক্তব্য শুনতে হতো। একই সঙ্গে রাজ্য সরকারের যুক্তিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যদি তাদের মতামত ছাড়া বড় কোনও সিদ্ধান্ত আদালত নিত নিঃসন্দেহে তা নজিরবিহীন বলেই গণ্য করা হতো।