এবার দিল্লী হাইকোর্টে ইডির বিরুদ্ধে অভিষেক – রুজিরার দায়ের করা মামলায় জবাব দিতে আদালতের কাছে আরও একদিন সময় চাইল ইডি। ফলত সোমবার স্থগিত হয়ে গেল মামলাটির শুনানি। উল্লেখ্য, এই মামলায় শেষ শুনানিতে বন্দ্যোপাধ্যায় দম্পতিকে কোনও রক্ষাকবচ দেয়নি আদালত। কয়লাপাচারকাণ্ডের জেরায় তাঁদের দিল্লীতে তলব করা চলবে না। কলকাতাতেই জেরা করতে হবে ইডিকে। এমনই দাবি জানিয়ে দিল্লী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ও রুজিরা। তাঁদের দাবি, ২ জনেই বাংলার স্থায়ী বাসিন্দা। অথচ জেরার জন্য তাঁদের দিল্লীতে তলব করা হচ্ছে। রুজিরা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হলেও নিয়ম ভেঙে তাঁকে দিল্লীতে ডাকছে ইডি।
প্রসঙ্গত, কয়লাপাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত ৫ বার তলব করেছে ইডি। তার মধ্যে গত ৬ সেপ্টেম্বর একবারই হাজিরা দিয়েছেন তিনি। দিল্লীতে ইডির দফতরে তাঁকে ৯ ঘণ্টা জেরা করেন গোয়েন্দারা। তবে অভিষেকের স্ত্রী রুজিরা করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে হাজিরা এড়ান। সম্প্রতি ভবানীপুরে এক জনসভায় অভিষেক ইডিকে কটাক্ষ করে বলেন, “কত সমন পাঠাবে পাঠাক। সমন পাঠাতে পাঠাতে কালি – কাগজ ফুরিয়ে যাবে। কিচ্ছু করতে পারবে না।”