মোদী সরকারের নয়া ৩ কৃষি আইনের বিরোধিতায় সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সোমবার দেশজুড়ে চলছে ভারত বনধ। কৃষকদের বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, বামপন্থী দলগুলি। এছাড়াও অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম পার্টি, আম আদমি পার্টি সহ মোট ১২টি বিজেপি বিরোধী দল এই বনধকে সমর্থন জানিয়েছে। ইতিমধ্যেই এই বনধের জেরে হরিয়ানা ও পাঞ্জাবে কয়েকটি হাইওয়ে অবরোধ করা হয়েছে। কিন্তু কৃষক নেতা রাকেশ টিকায়েত দাবি করলেন, তাঁরা কোনও রাস্তাই বন্ধ করেননি। অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও জরুরি পরিষেবা প্রদানকারী সকলকেই যাতায়াত করতে দেওয়া হচ্ছে।
টিকায়েতের কথায়, ‘আমরা কিছুই বন্ধ করিনি। আমরা কেবল একটি বার্তা দিতে চেয়েছি।’ দোকানদারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, দোকান বন্ধ রাখুন। বিকাল চারটে অবধি দোকান খুলবেন না। উল্লেখ্য, গতবছর নভেম্বর মাস থেকে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ সহ দেশের নানা প্রান্তের কৃষকরা কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। এদিন ৪০ টিরও বেশি সংগঠনকে নিয়ে গঠিত সংযুক্ত কিষাণ মোর্চা এদিন ভোর ছ’টা থেকে দিল্লী-মিরাট এক্সপ্রসওয়ে অবরোধ করে। গাজিপুরে ওই অবরোধের জন্য উত্তরপ্রদেশ থেকে দিল্লীগামী যানবাহন চলতে পারেনি। কৃষক সংগঠনগুলি জানিয়েছে, ১২ ঘণ্টার এই বন্ধে দেশ জুড়ে সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, কারখানা ও দোকানপাট বন্ধ থাকবে। একইসঙ্গে বলা হয়েছে, বিক্ষোভ থাকবে শান্তিপূর্ণ।