ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রচারে নামতে দেখা যায়নি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। সেই কারণেই সোমবার টুইট বার্তায় লকেটকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘ভবানীপুরে তারকা প্রার্থী হিসেবে না থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। তাঁকে একই সঙ্গে ধন্যবাদ এবং অভিনন্দন।’
নেতার সংযোজন, বিজেপির তরফ থেকে অনেক করে বলা হলেও, আপনি আসেননি। বন্ধু হিসেবে আপনার ভালো চাই। যেখানেই থাকুন ভালো থাকুন। আসলে পৃথিবীটা খুব ছোট। আশা করি পুরনো সেই দিনের মুহূর্তগুলো ফিরে আসবে আবারও। সেই সময়টা যখন আপনি রাজনীতির ইনিংস শুরু করেছিলেন।’
কুণাল ঘোষের এহেন টুইট ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কারণ, অভিনেত্রী হিসেবে খ্যাত লকেট প্রথমে তৃণমূলেই যোগদান করেছিলেন। পরবর্তীতে তিনি বিজেপিতে আসেন। কুণাল ঘোষের ওই টুইটকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে, তবে কি লকেটেরও ঘরওয়াপসি হতে চলেছে?
যদিও কিছুদিন আগে লকেট চট্টোপাধ্যায় তৃণমূলে যোগের জল্পনা উড়িয়েছিলেন। তবে এ ক্ষেত্রেও বাবুল সুপ্রিয়র ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।