মোদী সরকারের নয়া ৩ কৃষি আইনের বিরোধিতায় সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সোমবার দেশজুড়ে চলছে ভারত বনধ। কৃষকদের বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, বামপন্থী দলগুলি। এছাড়াও অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম পার্টি, আম আদমি পার্টি সহ মোট ১২টি বিজেপি বিরোধী দল এই বনধকে সমর্থন জানিয়েছে। আজ সকাল থেকেই দিল্লী-পঞ্জাব-হরিয়ানা এবং উত্তরপ্রদেশে এই বনধের প্রভাব চোখে পড়েছে। রাস্তায় নেমেছেন শয়ে শয়ে কৃষক। বন্ধ করে দেওয়া হয়েছে পঞ্জাব-হরিয়ানা এবং অমৃতসর-দিল্লী জাতীয় সড়কও। গাজিপুরেও বিঘ্নিত হয়েছে ট্রাফিক পরিষেবা।
পাঞ্জাব-হরিয়ানার শম্ভু বর্ডার ব্লক করে প্রতিবাদ দেখাচ্ছে কৃষকরা। এদিকে হরিয়ানার কুরুক্ষেত্রের কাছে শাহাবাদ অঞ্চলে দিল্লী-অমৃতসর জাতীয় সড়ক অবরোধ করেছে কৃষকরা। গাজিপুর সীমানাতেও চলছে প্রতিবাদ কর্মসূচী। দিল্লী মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্ডিত শ্রীরাম শর্মা স্টেশনের এন্ট্রি ও এক্সিট গেট বন্ধ রাখা হয়েছে। এদিকে হরতলের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দিল্লী-গুরুগ্রাম সীমানা। স্তব্ধ হয়েছে যান চলাচল। সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ট্র্যাফিক সিগনালে। সপ্তাহের প্রথম দিন সমস্যায় জেরবার সাধারণ মানুষ।