৪৪ বছরের দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার মেন্টর ও পরামর্শদাতা হিসাবে যোগ দিচ্ছেন দলের সঙ্গে। এখানেই শেষ নয়। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপের কথা মাথায় রেখে জয়বর্ধনে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কাজ করবেন আগামী পাঁচ মাস।
শ্রীলঙ্কা ক্রিকেটের চিফ এক্সিকিউটিভ অ্যাশলে ডি সিলভা বলছেন,”নতুন ভূমিকায় মাহেলাকে স্বাগত জানিয়ে আমরা সত্যিই খুব খুশি। ওর উপস্থিতিতে শ্রীলঙ্কার সিনিয়র ও অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা বিরাট উপকৃত হবে।”
আগামী ১৫ অক্টোবর আইপিএল ফাইনাল। আর তার ঠিক দু’দিন পরেই শুরু হয়ে যাবে কুড়ি ওভারের বিশ্বযুদ্ধ। আইপিএল শেষ করেই মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনের শ্রীলঙ্কায় ফেরা হবে না। দেশের হয়ে তাঁকে সামলাতে হবে গুরুদায়িত্ব।