উচ্ছেদ অভিযান নিয়ে বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে ওঠে আসাম। সে রাজ্যের দরং জেলায় জবরদখলকারী উচ্ছেদ করতে বিজেপি সরকারের পুলিশের গুলিতে মারা যান দুই নিরীহ মানুষ। তা নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হচ্ছে দেশের নানা প্রান্ত। কলকাতাতেও আজ শনিবার একাধিক সংগঠন রাসেল স্ট্রিটে আসাম ভবন অভিযানের ডাক দিয়েছে।
যেমন এদিন বেলা একটায় ভাষা ও চেতনা সমিতি এবং আরও কয়েকটি সংগঠন যৌথ অভিযানের ডাক দিয়েছে। ভাষা ও চেতনা সমিতির বক্তব্য, উচ্ছেদ করা হচ্ছে বাংলাভাষীদের। জানা গিয়েছে, অভিযান এবং বিক্ষোভের খবর পেয়ে আসাম ভবনের নিরাপত্তা জোরদার করছে পুলিশ।