এবার চাকরি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষা নিয়ে রাজ্যের যুবসমাজের মুশকিল আসান করতে উদ্যোগী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানের জন্য প্রার্থী-বাছাই পরীক্ষা কখন হয়? কী যোগ্যতা লাগে? পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের পরীক্ষায় বসতেই বা কী যোগ্যতার প্রয়োজন? আপনি যদি ই-কমার্সের ব্যবসা শুরু করতে চান তাহলে কোন কোন সরকারি সংস্থার লাইসেন্স নিতে হবে? আইআইটি, আইআইএম, আইআইইএসটি, আইআইএসইআর, এনআইটির মতো কারিগরি শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা কখন হয়? এমন হাজারেও প্রশ্নের উত্তর মিলবে সরকারি পরিষেবায়।
হ্যাঁ, চাকরি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার দিশা দিতে বিশেষ পোর্টাল চালু করতে চলেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। এ জন্য দেশের শীর্ষ শিল্প সংস্থা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের কর্তাদের আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক ওয়েবিনারে এই কথা জানিয়েছেন। তিনি জানান, শীঘ্রই চালু হবে পোর্টালটি। সরকারি সূত্রের খবর, ওই পোর্টালে সাড়ে পাঁচশোর বেশি সংস্থা এবং কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। থাকবে বিদেশের প্রতিষ্ঠানগুলির সুলুক-সন্ধানও।