আর মাত্র কয়েকদিন। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। একদিকে যেমন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে আছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালও। আর ভবানীপুরের এই উপনির্বাচনকে ঘিরেই এখন চলছে শেষ মুহূর্তের প্রচার। সেই প্রচারে অংশ নিতেই কলকাতা এসেছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। বৃহস্পতিবার সভা করার পর শুক্রবার সকালে প্রিয়াঙ্কাকে নিয়ে ঘুরে-ঘুরে প্রচারের সময়ই সম্বিত পাত্রকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়াল ভবানীপুরে।
ঠিক কী ঘটেছিল? স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে নিয়ে চক্রবেড়িয়া রোডে প্রচারে বেরিয়েছিলেন সম্বিত পাত্র। তখনই তাঁদের ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন স্থানীয় কয়েকজন। সেইসঙ্গে শুরু হয় গান, ‘তুম তো ঠেহের পরদেশি..’। শুরুতে পাল্টা কোনও স্লোগানের রাস্তায় না হাঁটলেও এরপর বিজেপির তরফেও পাল্টা ‘জয় শ্রীরাম’ ও ‘জয় জগন্নাথ’ স্লোগান দেওয়া হতে থাকে। এই পরিস্থিতিতে উত্তেজনা অবশ্য আর বাড়েনি। দুপক্ষই একে অপরকে এড়িয়ে যান।
প্রসঙ্গত, ভবানীপুর উপনির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দিল্লির নেতাদেরও প্রচারে নামাচ্ছে বিজেপি। এর আগে হরদীপ সিং পুরী প্রচার সেরে গিয়েছেন ভবানীপুর এলাকায়। সম্বিত পাত্রও এলেন প্রচারে। কলকাতায় এসে ভবানীপুরের প্রচারে নেমেই তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন সম্বিত পাত্র। বলেছেন, ‘এক সময় বলা হত, পশ্চিমবঙ্গ আজ যা ভাবে, ভারত আগামীকাল তা ভাবে। অথচ আজ এই তৃণমূলের জমানায় বাংলা সমস্ত গড়িমা হারিয়ে ফেলেছে।’ অপরদিকে, এদিনই কলকাতায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ভবানীপুরে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার সারবেন তিনিও।