মিছিলের অনুমতি না পেলেও বুধবার ত্রিপুরায় দলের দলের অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই ঠিক ছিল। কিন্তু তৃণমূল সূত্রে খবর, আজ ত্রিপুরা যাচ্ছেন না অভিষেক। জমায়েত বা সভা করা নিয়ে ত্রিপুরা আদালতের নির্দেশ দেখেই পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে।
বুধবার ত্রিপুরায় একাধিক কর্মসূচি ছিল অভিষেকের। সেগুলির অধিকাংশই ইনডোর কর্মসূচি। তবে তৃণমূল কংগ্রেস মনে করছে অভিষেক ত্রিপুরায় পৌঁছলেই প্রচুর কর্মী-সমর্থক এসে জডে়া হবে অভিষেককে দেখতে। এতে প্রচুর ভিড় হতে পারে। সেখানে পুলিশ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারে।
জমায়েত বা সভা করার ব্যাপারে ত্রিপুরা সরকার আদালতে যে যুক্তি দিয়েছে সেই যুক্তির উপরে নির্ভর করেই তারা ১৪৪ ধারা জারি করেছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত মিছিল করতে দেওয়া হবে না বলে জানিয়েই দেওয়া হয়েছে। এখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ত্রিপুরায় গেলে প্রচুর তৃণমূল সমর্থক হাজির হবেন এবাং পুলিশ তাদের হেনস্থা করতে পারে। এমনটাই মনে করছে তৃণমূল।
একথা মাথায় রেখেই আদালতে জানতে চাওয়া হবে ত্রিপুরা সরকারের নির্দেশিকার পরও তৃণমূল কি কোনও ইনডোর সভা করতে পারে? যদি তা করা যায় তাহলে কত লোককে নিয়ে তা করা যাবে। আদালতের নির্দেশের পরই অভিষেকের ত্রিপুরা যাওয়ার দিনক্ষণ ঠিক করা হবে। এমনটাই জানা যাচ্ছে দলীয় সূত্রে।