দেশে পুরোদমে করোনার তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়া এখন সময়ের অপেক্ষামাত্র। তবে এরই মধ্যে স্বস্তি দিচ্ছে দেশের কোভিড গ্রাফ। পর পর দুইদিন ৩০ হাজারের নীচেই নামল দেশের দৈনিক সংক্রমণ। পাশাপাশি, একধাক্কায় অনেকটা কমল সক্রিয় রোগীর সংখ্যাও।
বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৯৬৪ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৫ লক্ষ ৩১ হাজার ৪৯৮। অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ৪৫ হাজার ৭৬৫ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৮৩ জনের।
আবার, পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৭ লক্ষ ৮৩ হাজার ৭৪১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৬৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে অনেকটাই কমল অ্যাকটিভ কেস। ১৮৬ দিন পর এতখানি কমল সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ১ হাজার ৯৮৯ জন।