নিম্নচাপের জেরে রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত চলা একটানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার বিস্তীর্ণ অংশ। এবার সেই জমা জলই বাধা হয়ে দাঁড়াল মুখ্যমন্ত্রীর প্রচারসভায়। চলতি মাসের শেষেই উপনির্বাচন ভবানীপুরে। তার জন্য গোটা সপ্তাহজুড়ে প্রচার কর্মসূচী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার একবালপুরে ৭৭ নং ওয়ার্ডে তাঁর জনসংযোগের কথা ছিল। কিন্তু এখনও এলাকা যেভাবে জলবন্দি, তাতে প্রচার কার্যত অসম্ভব। তাই ঝুঁকি না নিয়ে বাতিল করা হল সেই প্রচার কর্মসূচী। তৃণমূল সূত্রে খবর, বুধবার একই জায়গায় সভা করবেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ভবানীপুরে ’নিজের মেয়ে’র প্রচারে লাগাতার কাজ করছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। চেনা মাটি, জয় নিশ্চিত। তবু উপনির্বাচনের আগে প্রচারে খামতি রাখতে নারাজ তৃণমূল নেত্রী। তাই প্রায় প্রতিদিনই ভবানীপুর বিধানসভা এলাকার কোথাও না কোথাও জনসংযোগে দেখা যাচ্ছে তাঁকে। মঙ্গলবার বিকেলে একবালপুরের সুধীর ঘোষ রোডে তাঁর প্রচার কর্মসূচী ছিল। কিন্তু তাতে বাদ সাধছে বৃষ্টির জল।
মুখ্যমন্ত্রীর সভার জন্য এদিন সকাল থেকে তৎপরতা ছিল তুঙ্গে। রাজ্যের মন্ত্রী তথা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম নিজে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। এখনও সেখানে প্রায় ২ ফুট মতো জল জমে রয়েছে। তাই নিজেই ট্রাউজার গুটিয়ে জলে নেমে প্রয়োজনীয় পুরসভার কর্মীদের নির্দেশ দেন ফিরহাদ। পাম্প চালিয়ে দ্রুত জল সরিয়ে ফেলার চেষ্টা হয়। কিন্তু তাতেও বিশেষ কাজ হয়নি। তারপরই মমতার এদিনের একবালপুরের সভা বাতিলের সিদ্ধান্ত নেয় তৃণমূল নেতৃত্ব। ঠিক হয়েছে, বুধবার একই সময়ে একই জায়গায় সভা করবেন তিনি।