সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। আর তারপরই ঘরওয়াপসির সিগন্যাল দিলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। পদ্মশিবিরের উদ্দেশ্যে বোমা ফাটিয়ে বললেন, ‘মমতাকে খালা, বেগম বলা শোভনীয় নয়’। ভবানীপুরের উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দেওয়াতেও দলের উপর নাখুশ রাজীব।
ভোটের আগে চাটার্ড বিমানে দিল্লী গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েন। নিজের কেন্দ্র ডোমজুড়েই লজ্জাজনক হারের মুখোমুখি হতে হয় তাঁকে। আর ২ মে তৃণমূলের বিপুল জয়ের পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে রাজীবের। তৃণমূলের প্রথম সারির নেতানেত্রীর সঙ্গে বৈঠকও করেছেন একাধিকবার। তবে রাজীবের ঘরওয়াপসির সুযোগ এখনও ঘটেনি।
এর মধ্যেই বাবুল সুপ্রিয় তৃণমূলে ফিরতেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজীব। বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে প্রার্থী না দিলে সেটা হত বিজেপির গুড জেশ্চার’। সেই সঙ্গে রাজীব এও বলেন, ‘যাকে দেখে বাংলার মানুষ ২১৩ টি আসন দিয়েছে, তাঁকে বেগম, খালা বলে ডাকা শোভনীয় নয়। প্রচারে বিভেদের রাজনীতি যে বাংলার মানুষ একদমই ভালো মতো নেয়নি, তা আগেই পরিস্কার হয়ে গিয়েছে’।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তিনি যে ঘর ওয়াপসি করতে চান তারই সিগন্যাল দিয়ে রাখলেন রাজীব। মমতাকে খালা বেগম বলে আক্রমণ করেছিলেন শুভেন্দু। তাই বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ শানালেন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদানকে ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন রাজীব।