এ যেন মগের মুলুক! ভ্যাকসিন নেওয়ার কথা দু’বার। কিন্তু তাঁর ভ্যাকসিনের সার্টিফিকেট বলছে তিনি ভ্যাকসিন নিয়েছেন ৫ বার! শুধু তাই নয়, ষষ্ঠ ডোজের জন্যে তারিখও জানানো রয়েছে সার্টিফিকেটে। কথা হচ্ছে, উত্তরপ্রদেশের মীরাটের এক বিজেপি নেতার। কোউইন পোর্টালে তাঁর ভ্যাকসিনের সার্টিফিকেট অনুযায়ী তিনি পাঁচটি ডোজ নিয়ে ফেলেছেন। ষষ্ঠ ডোজের তারিখ ডিসেম্বরে।
যদিও একে বিরোধীদের চক্রান্ত বলে উল্লেখ করেছেন রামপাল। হিন্দু যুব বাহিনীর সদস্য এবং বিজেপির বুথ প্রেসিডেন্ট রামপাল জানিয়েছেন তিনি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন মার্চ মাসে। দ্বিতীয় ডোজ মে মাসে। আর কোনও ভ্যাকসিন তিনি নেননি। কিন্তু কোউইন থেকে ডাউনলোড করা ভ্যাকসিনের সার্টিফিকেট বলছে মার্চের ১৬ আর মে মাসের ৮ তারিখের পর ওই মাসেরই ১৫ তারিখ এবং সেপ্টেম্বরে দু’বার ভ্যাকসিন পেয়েছেন তিনি। ডিসেম্বরে নিতে হবে পরবর্তী ডোজ। এই ঘটনায় বিড়ম্বনায় পড়েছে স্থানীয় প্রশাসন। তদন্ত করে দেখা হচ্ছে কেন এমনটা হল।