ত্রিপুরায় ফের বাতিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহামিছিল। পুলিশ এবং সরকারের আবেদন মেনে মঙ্গলবার দুপুরে ত্রিপুরা হাই কোর্ট মিছিলে ‘না’ করেছে বলে খবর। শুধু ২২ তারিখই নয়, আগামী নভেম্বরের ৪ তারিখ পর্যন্ত সেই রাজ্যে কোনও মিছিল, জমায়েত, রাজনৈতিক সভায় স্থগিতাদেশ দিল হাই কোর্ট। কোভিড বিধি জারি থাকার কারণ দেখিয়ে আদালতের এই পদক্ষেপ। এমনই খবর ত্রিপুরা হাই কোর্ট সূত্রে। তবে মিছিল না হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ২২ তারিখ অর্থাৎ আগরতলা যাবেন বলেই খবর তৃণমূল সূত্রে।
বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল নিয়ে টালবাহানা ছিলই। পুলিশ অনুমতি না দেওয়ায় তৃণমূল নেতৃত্ব ত্রিপুরা হাই কোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি অরিন্দম লোধের এজলাসে মামলাটি ওঠে। সোমবার বিচারপতি এই রাজনৈতিক কর্মসূচি নিয়ে পুলিশের বক্তব্য জানতে চান। মঙ্গলবার বেলা ১০টার মধ্যে পুলিশের বক্তব্য পেশ করার নির্দেশ দেওয়া হয়।
সেই মতো পুলিশ মঙ্গলবার তৃণমূলের ওই মিছিলে আপত্তির কথা জানায় উচ্চ আদালতে। এই মুহূর্তে ত্রিপুরায় কোভিড বিধি জারি রয়েছে। তাছাড়া উৎসবের মরশুম। তাই এই মুহূর্তে আগরতলায় এত বড় রাজনৈতিক মিছিল হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। রাজ্যের বিপ্লব দেব সরকারেরও একই মত। আর যুক্তিপূর্ণ মনে করেই তা মেনে নিয়েছেন বিচারপতি। তিনি জানিয়ে দেন, ২২ তারিখ তৃণমূলের মিছিলে অনুমতি দেওয়া সম্ভব নয়। শুধু তাই নয়, আগামী ৪ নভেম্বর পর্যন্ত কোনও রাজনৈতিক কর্মসূচি করা যাবে না ত্রিপুরায়।
ত্রিপুরা হাই কোর্টের এই রায় নিয়ে এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে মিছিল করতে না পারলেও, সেখানকার সংগঠনকে চাঙ্গা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার সকালে আগরতলা যাচ্ছেন বলে খবর। যেহেতু নভেম্বরের প্রথম পর্যন্ত রাজনৈতিক সভা, মিছিলে স্থগিতাদেশ রয়েছে, তাই ত্রিপুরায় নতুন করে রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা করতে পারেন অভিষেক।