ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের অনুমতি ঘিরে তরজা অব্যাহত ছিল ত্রিপুরা সরকার ও তৃণমূলের মধ্যে। এরই পদযাত্রার অনুমতি পেতে ত্রিপুরা হাইকোর্টেও আবেদন জানিয়েছিল। সোমবার সেই শুনানিতে আদালতের তরফে ত্রিপুরা সরকারকে নির্দেশ দেওয়া হয় অবিলম্বে ২২ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল নিয়ে সরকারের কি অবস্থান তা জানাতে।
ত্রিপুরা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার সকালের মধ্যে মিছিলের অনুমতি নিয়ে সরকারের নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। প্রসঙ্গত, ২২ তারিখ অভিষেকের মিছিলের অনুমতি চেয়েছিল তৃণমূল। যদিও এখনও পর্যন্ত প্রশাসন কোনও উত্তর দেয়নি।
প্রথমে দু’বার ধাক্কা খাওয়ার পর আগামী ২২ সেপ্টেম্বর আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করতে চেয়ে ত্রিপুরা পুলিশকে চিঠি দেয় তৃণমূল। অভিযোগ, এখনও সেই পদযাত্রার অনুমতি মেলেনি। সেজন্য এবার আদালতের দ্বারস্থ তৃণমূল।
এর আগে ১৫ সেপ্টেম্বর আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা বাতিল করে পুলিশ। ওই একই দিনে, একই রুটে, একই সময়ে অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় তা বাতিল করা হয়। এমনকী ১৬ সেপ্টেম্বর পদযাত্রার আবেদন করলে, তাও বাতিল করা হয়।