আগাম কোনও ইঙ্গিতই ছিল না। ঘূনাক্ষরেও কেউ জানতে পারেনি তাঁর পরবর্তী পদক্ষেপের কথা। সবাইকে চমকে দিয়েই শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। যা বিজেপির কাছে কার্যত বিনা মেঘে বজ্রপাতের সামিল। তবে ভবানীপুর উপনির্বাচনের দোরগোড়ায় বাবুলের দলবদলের জেরে রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন দানা বাঁধছে, তবে কি বাবুল এবার তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জির হয়ে প্রচারে নামবেন?
প্রসঙ্গত, ভবানীপুরে বিজেপির তারকা প্রচারকের তালিকায় বাবুলের নাম থাকলেও মমতার বিরুদ্ধে প্রচারে নামতে চাননি তিনি। বিজেপি নেতৃত্বকে তা স্পষ্ট জানিয়েও দিয়েছিলেন আসানসোলের সাংসদ। আবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বাবুলের সম্পর্ক বেশ ভাল। ‘ঝালমুড়ি’ অধ্যায় থেকে যা নিয়ে নানান চর্চা হয়েছে। এই আবহে দলনেত্রীর হয়ে ভবানীপুরে প্রচারে নামার সম্ভবনা প্রবল দলের নতুন সৈনিকের।