করোনার তৃতীয় ঢেউয়ের পুরোদমে আছড়ে পড়ার আগে টিকাকরণের কাজ অনেকটাই এগিয়ে ফেলতে চায় রাজ্য। আর তাই এখনও অবধি ভ্যাকসিনের প্রথম ডোজ নেননি কারা, তা জানতে আজ, শনিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্যকর্মীরা। প্রথম ডোজ নেননি, এমন নাগরিকদের নাম, ঠিকানা ও ফোন নম্বর লিপিবদ্ধ করবেন তাঁরা। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর ভ্যাকসিন নেওয়ার জন্য পুরসভা তাঁদের ফোন করবে। তাতেও সাড়া না দিলে বা ভ্যাকসিন নিতে না এলে সংশ্লিষ্টকে সরাসরি তুলে নিয়ে যাওয়া হবে থানায় বা ফাঁড়িতে। সেখানেই হবে টিকাকরণ। টিকা দেবে পুরসভাই।
শুক্রবার দক্ষিণ দমদম পুরভবনে উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, দক্ষিণ দমদম পুরসভার মুখ্য প্রশাসক পাচু রায় সহ অন্যান্য আধিকারিকরা। প্রতিটি বাড়িতে গিয়ে চাওয়া হবে পরিবারের সদস্যের ভ্যাকসিনের শংসাপত্র। তা দেখাতে না পারলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ফোন নম্বর নোট করে নেবেন পুরকর্মীরা। সেই রিপোর্ট জমা পড়বে পুরভবনে। ভ্যাকসিন নেননি, এমন ব্যক্তিদের নামের তালিকা ধরে ধরে পরেরদিনই তাঁদের টিকাকরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুখ্য প্রশাসক। তালিকা অনুযায়ী একটিও ডোজ না পাওয়া ব্যক্তিদের ফোন করে পুরভবনে ডাকা হবে। তারপরও সেই ব্যক্তি ভ্যাকসিন নিতে না এলে তাঁদের থানায় তুলে নিয়ে গিয়ে টিকা দেওয়া হবে।