দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারের সাফল্য দেখাতে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রের পাতা জুড়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। কিন্তু তাতে যে উড়ালপুলের ছবি দেখানো হয়েছিল, তা ছিল কলকাতার মা উড়ালপুলের। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর উঠেছিল চরমে। এই ঘটনার কয়েক দিন পরই ফের ভুল ছবি ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে।
মোদীর ৭১তম জন্মদিন উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে বিজেপি। টুইটারে আপলোড করা সেই ভিডিওয় মোদী আমলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। দেশের সমৃদ্ধশালী শহরের ছবিও দেখানো হয়েছে ভিডিওর শেষের দিকে। আর সেখানেই আমেরিকার লস অ্যাঞ্জেলসের ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অনেকে তা চিহ্নিতও করেছেন।
ওঁই ভিডিওতে মোদীকে ‘স্বপ্নদ্রষ্টা’, ‘সংস্কারক’ বলে অভিহিত করা হয়েছে। দেশের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থায় তিনি বিপুল পরিবর্তন এনেছেন বলে দাবি করা হয়েছে। কিন্তু তাল কেটেছে ২ মিনিট ২২ সেকেন্ডের পর। সেখানে ভারতের শহরের ছবি দেখাতে গিয়ে লস অ্যাঞ্জেলসের ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। বলা হচ্ছে, ছবিটি আমেরিকার ফোটো এজেন্সি অ্যালার্মির। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপি-র তরফে।