নিরাপত্তা নিয়ে সংশয়ের কারণে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ বাতিল করে দিল নিউজিল্যান্ড। শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে প্রথম একদিনের ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। মোট তিনটি একদিনের ম্যাচ-সহ পাঁচটি টি-২০ ম্যাচ খেলার কথা ছিল। নিউজিল্যান্ডের ফিরে যাওয়ার সিদ্ধান্ত বিরাট ধাক্কা দিল পাক বোর্ডকে। এমনিতেই নিরাপত্তার কারণে কোনও দেশই পাকিস্তানে খেলতে যেতে রাজি হয় না। তার উপর আবার নিউজিল্যান্ডের ফিরে যাওয়া বড়সড় প্রভাব ফেলতে পারে পাকিস্তান ক্রিকেটে।
এপ্রসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের কর্তা হিথ মিলস বলেন, “আমরা জানি এতে পাকিস্তান ক্রিকেটের ক্ষতি হবে। আমাদের আর কিছু করার নেই। ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে। পাকিস্তান ক্রিকেট বোর্ড দারুণ আপ্যায়ন করেছে। তবে আমাদের ফিরতেই হবে।” নিরাপত্তা জনিত সমস্যা নিয়ে বেশি কিছু বলতে চায়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, “ইমরান খান নিজে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তাঁরা সমস্ত রকম ভাবে ক্রিকেটারদের রক্ষা করার চেষ্টা করবেন।” তবে সেই আশ্বাসেও কাজ হয়নি।